অংশীদারি কারবার কাকে বলে ?
Ans: দুই বা ততোধিক ব্যক্তি কোনো নির্দিষ্ট ব্যাবসা পরিচালনার জন্য একত্রে মূলধন বিনিয়োগ করলে, সেই ব্যাবসাকে অংশীদারি কারবার (partnership) বলে।
অংশীদারি কারবার কত ধরনের ?
অংশীদারি কারবার দুই ধরনের – 1. সরল অংশীদারি কারবার (simple partnership) ও 2. মিশ্র বা যৌগিক অংশীদারি কারবার (compound partnership)।
সরল অংশীদারি কারবারে অংশীদাররা একই সময়ের জন্য বিনিয়োগ করেন কিন্তু যৌগিক অংশীদারি কারবারে অংশীদাররা ভিন্ন ভিন্ন সময়ের জন্য বিনিয়োগ করেন।