অখণ্ড সংখ্যা কাকে বলে উদাহরণ দাও ।
Ans: শূন্যসহ স্বাভাবিক সংখ্যা গুলিকে অখণ্ড সংখ্যা বলে। অখণ্ড সংখ্যাগুলিকে একত্রে ‘W’ দিয়ে প্রকাশ করা হয়।
উদাহরণ: W = {0, 1, 2, 3, 4, 5, …}
পূর্ণসংখ্যা কাকে বলে উদাহরণ দাও।
অখণ্ড সংখ্যা ও ঋণাত্মক সংখ্যাসহ সকল সংখ্যাগুলিকে পূর্ণসংখ্যা বলে। পূর্ণসংখ্যাগুলিকে একত্রে ‘I’ বা ‘z’ দিয়ে প্রকাশ করা হয়।
উদাহরণ: I = {…, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4, …}
মূলদ সংখ্যা কাকে বলে
যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে।