অঙ্ক ও সংখ্যা কি ?
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,0– এই দশটি হল অঙ্ক বা ‘প্রাথমিক সংখ্যা। গণিতের সব সংখ্যাই এই দশটি অঙ্ক দ্বারা গঠিত। সুতরাং, অঙ্ক ও সংখ্যা এক নয়।
Q. অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য কি?
অঙ্ক ও সংখ্যার মধ্যে পার্থক্য হল—
1. যে-কোনো অঙ্কই সংখ্যা কিন্তু যে-কোনো সংখ্যা অঙ্ক নয়।
2. একটি সংখ্যায় একাধিক অঙ্ক থাকতে পারে অর্থাৎ একাধিক অঙ্কবিশিষ্ট সংখ্যা হয়, কিন্তু একাধিক অঙ্কবিশিষ্ট অঙ্ক হয় না।