অঙ্গ ও তন্ত্র কাকে বলে ?

যন্ত্র বা অর্গ্যান বা অঙ্গ কাকে বলে ?

Ans: অঙ্গ বা যন্ত্র বা অর্গ্যান: যখন কয়েক ধরনের কলা একত্রে দলবদ্ধভাবে অবস্থান করে এবং মোটামুটিভাবে একই ধরনের কাজ করে তখন ওই কলা সমষ্টিকে অঙ্গ বা যন্ত্র বা অর্গ্যান বলে।

উদাহরণ : হৃৎপিণ্ড, বৃক্ক, পাকস্থলী, চোখ প্রভৃতি হল এক- একটি অঙ্গ বা যন্ত্র।

তন্ত্র কাকে বলে ? উদাহরণ দাও।

Ans: তন্ত্র বা সিস্টেম: কতকগুলি অঙ্গ বা যন্ত্র একসঙ্গে অবস্থান করে নিজ নিজ কার্য সম্পাদনের মাধ্যমে বা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যখন সুনির্দিষ্ট জৈবনিক কার্য সম্পন্ন করে তখন সংশ্লিষ্ট অঙ্গগুলির সমষ্টিকে তন্ত্র বলে।

উদাহরণ: পৌষ্টিকতন্ত্র, শ্বাসতন্ত্র ইত্যাদি।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.