Q. অবতল লেন্স বা অপসারী লেন্স কাকে বলে ?
Ans: যে লেন্সের মধ্যভাগ সরু এবং দু-প্রান্ত মােটা অর্থাৎ দুটি অবতল তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে অবতল লেন্স (concave lens) বলে।
Also Check: উত্তল লেন্স কাকে বলে ?
বায়ু মাধ্যমে অবস্থিত কোনাে অবতল লেন্সের ওপর সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিসরণের পর অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। তাই অবতল লেন্সকে অপসারী লেন্স বলে
1 thought on “অবতল লেন্স কাকে বলে ?”