আদর্শ ফুল কাকে বলে উদাহরণ দাও ? April 29, 2022 by Ajay Murmu Q. আদর্শ ফুল কাকে বলে ? উত্তর: একটি বৃন্তযুক্ত ফুলে পুষ্পাক্ষের ওপরে চারটি স্তবকের সবকটিই স্বাভাবিক রীতিতে সজ্জিত থাকলে ওই ফুলকে আদর্শ ফুল বলে। যেমন—জবা ফুল।