আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে ?

আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে ?

=> কোনো ভগ্নাংশকে দশমিক সংখ্যায় রূপান্তরিত করার সময় কোনো এক বা একাধিক সংখ্যা বারবার পুনরাবৃত্ত হলে, সেই দশমিক সংখ্যাকে আবৃত্ত দশমিক সংখ্যা বলে।

আবৃত্ত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর !

=> কোনো আবৃত্ত দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করতে হলে নিম্নোক্ত ধাপগুলি অবলম্বন করতে হয়-

[i] দশমিকের বামদিকে কোনো পূর্ণসংখ্যা থাকলে সেটিকে মিশ্র ভগ্নাংশের পূর্ণসংখ্যার আকারে বসানো হয়।

[ii] দশমিকের ডানদিকে যে অঙ্কগুলি থাকে, সেই অঙ্কগুলি লিখে তা থেকে দশমিকের পরের আবৃত্ত দশমিকবিহীন অংশ বিয়োগ করে ভগ্নাংশটির লব পাওয়া যায়।

[iii] যে কটি অঙ্কের ওপর আবৃত্ত দশমিক থাকে, ততগুলি 9 এবং তার পাশে দশমিকের পরের আবৃত্ত দশমিক বিহীন অংশের সমান সংখ্যক 0 বসিয়ে ভগ্নাংশটির হর পাওয়া যায়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.