আসল বা মূলধন কাকে বলে ?
Ans: গচ্ছিত বা জমা রাখা বা ধার নেওয়া টাকার পরিমাণকে মূলধন বা আসল (principal) বলে।
সুদ কাকে বলে ?
Ans: আসল টাকা জমা রাখার বা ধার নেওয়ার জন্য যে বাড়তি টাকা ফেরত হয় তাকে সুদ (interest) বলে।
সময় কাকে বলে ?
Ans: আসল টাকা যে সময়ের জন্য জমা রাখা অথবা ধার নেওয়া হয় তাকে সময় (time) বলে।
সুদের হার কাকে বলে ?
Ans: আসল একশ টাকার এক বছর সময়ের সুদকে সুদের হার (rate of interest) বলে।
সুদ-আসল বা সবৃদ্ধিমূল কাকে বলে ?
আসল ও সুদের সমষ্টিকে সুদ-আসল বা সবৃদ্ধিমূল (amount) বলে।
1 thought on “আসল বা মূলধন কাকে বলে ? সুদ, সুদের হার, সুদ-আসল বা সবৃদ্ধিমূল কাকে বলে ?”