Q. উত্তল লেন্স ও অবতল লেন্সের পার্থক্য ?
উত্তর: কোনাে লেন্সের এক পাশে একটি আঙুল রেখে অপর পাশ থেকে লেন্সের ভেতর দিয়ে আঙুলটিকে দেখলে যদি আঙুলটির প্রতিবিম্বকে বড়াে দেখায়, তাহলে বুঝতে হবে লেন্সটি উত্তল।
কিন্তু যদি প্রতিবিম্বটি আকারে ছােটো দেখায় তবে লেন্সটি অবতল।