1. একটি সম্পূর্ণ ফুলের কয়টি স্তবক থাকে ?
Ans: 4টি স্তবক থাকে ।
2. ফুলের প্রধান কাজ কি ?
Ans: বংশবিস্তার ।
3. কোন্ ধরনের উদ্ভিদে ফুল ফোটে?
Ans: সপুষ্পক উদ্ভিদে।
4. একটি উভলিঙ্গ ফুলের নাম লেখো?
Ans: জবা ।
6. উপবৃতি থাকে এমন একটি ফুলের নাম লেখো।
Ans: জবা।
7. ফুলের কোন্ স্তবকটি না থাকলে পতঙ্গ আকৃষ্ট হবে না?
Ans: পাপড়ি বা দলমণ্ডল।
8. প্রকৃত ফল তৈরিতে ফুলের কোন্ অংশ কেবলমাত্র অংশগ্রহণ করে?
Ans: ডিম্বাশয়।
9. বিটপের কোন্ অংশ থেকে ফুল উৎপন্ন হয়?
Ans: পুষ্পমুকুল।
10. ফুলের গোড়ার দিকে সরু দণ্ডের মতো যে অংশটি ফুলকে ধরে রাখে তাকে কী বলে?
Ans: পুষ্পবৃন্ত।
11. বৃত্তির প্রত্যেকটি অংশকে কী বলে?
Ans: বৃত্যংশ বা সেপাল।
12. পুংস্তবকের প্রত্যেকটি অংশকে কী বলে?
Ans: পুংকেশর বা স্ট্যামেন।
13. দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কী বলে ?
Ans:দলাংশ বা পাপড়ি বা পেটাল।
14. স্ত্রীস্তবকের প্রত্যেকটি অংশকে কী বলে?
And: গর্ভপত্র বা কারপেল।
15. ডিম্বাশয়ের সঙ্গে যুক্ত যে সরু দণ্ডটি গর্ভমুণ্ডকে ধারণ করে তাকে কী বলে?
Ans: গর্ভদণ্ড বা স্টাইল।
16. মটর ফুলের দলমণ্ডলের সবচেয়ে বড়ো পাপড়িটিকে কী বলে?
Ans: ধ্বজা।