কোকুন কাকে বলে ?

Q. কোকুন কাকে বলে ?

Ans: রেশমমথের জীবনচক্রে লার্ভা থেকে পিউপা দশায় রূপান্তরিত হওয়ার সময় লার্ভার দেহের রেশমগ্রন্থি থেকে ক্ষরিত পদার্থ লাভার বাইরে এসে একটি খোলক প্রস্তুত করে। এই খোলকের মধ্যে লাভাটি পিউপাতে পরিণত হয়। পিউপার দেহের বাইরের খোলকটিকে কোকুন বলা হয়। এই কোকুন থেকেই রেশম পাওয়া যায়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.