কিংবদন্তি শব্দের অর্থ কি ? | কিংবদন্তি কাকে বলে?

কিংবদন্তি শব্দের অর্থ কি ?

মৌখিক ইতিহাসের একটি অন্যতম উপাদান হিসেবে কিংবদন্তির কাহিনি (Legends)-কে গুরুত্ব দেওয়া হয়। পাশ্চাত্য জগতে প্রচলিত লেজেন্ড, আঞ্চলিক ঐতিহ্য, জনপ্রিয় অ্যান্টিকুইটিস নামের আঙ্গিককে বাংলায় ‘কিংবদন্তি’ বলা হয়।

কিংবদন্তি শব্দের অর্থ কি ?

(1) কিংবদন্তি কী ?: কিংবদন্তি কাহিনিগুলিতে যেসব ঘটনার বিবরণ দেওয়া হয় বা যেসব চরিত্রের উল্লেখ করা হয় অতীতে একসময় সেসব ঘটনা ঘটেছিল বা সেসব চরিত্র জীবন্ত ছিল বলে লোকসমাজ বিশ্বাস করে থাকে।

সাংস্কৃতিক নৃবিজ্ঞানীগণ মনে করেন যে, অতীত কাল থেকে লোকসমাজে প্রচলিত কিংবদন্তি কাহিনিগুলিতে সামান্য পরিমাণে হলেও অতীতের বহু ঐতিহাসিক তথ্য ও সূত্র থাকে।

(2) কিংবদন্তির উদ্ভব : অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে, মানুষ সামাজিক বিবর্তনের অনেকটা পথ অতিক্রম করার পর কিংবদন্তি কাহিনির সৃষ্টি শুরু হয়েছে।

পৌরাণিক কল্প-কাহিনি সৃষ্টি হওয়ার পরবর্তীকালে -মানবসমাজে যখন কিছু কিছু ইতিহাসবোধ জেগে উঠতে শুরু করে তখনই কিংবদন্তির পথ চলা শুরু হয়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.