করণী কাকে বলে ? সদৃশ করণী ও অসদৃশ করণী, শুদ্ধ করণী ও মিশ্র করণী, অনুবন্ধী বা প্রতিযোগী বা পূরক করণী

করণী কাকে বলে ?

=> একটি ধনাত্মক রাশির কোনো মূল (root) সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না হলে (অর্থাৎ মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা না গেলে), সেই মূলকে করণী (surd) বলে।

করণীর ক্রম কাকে বলে ?

=> কোনো করণীর মূল-সূচক সংখ্যাকে তার ক্রম বলা হয়।

সরল করণী ও যৌগিক করণী কাকে বলে ?

=> একটিমাত্র পদবিশিষ্ট করণীকে সরল করণী বলে। অপরপক্ষে, কোনো বহুপদ রাশিমালার এক বা একাধিক পদ সরল করণীবিশিষ্ট হলে, তাকে যৌগিক করণী বলে।

শুদ্ধ করণী ও মিশ্র করণী কাকে বলে ?

=> যে সব করণীর 1 ছাড়া অন্য কোনো মূলদ সহগ থাকে। না, তাদের শুদ্ধ বা পূর্ণ করণী বলে।

অপরপক্ষে, কোনো করণীতে 1 ছাড়া একটি মূলদ সহগ থাকলে, তাকে মিশ্র করণী বলে।

সদৃশ করণী ও অসদৃশ করণী কাকে বলে ?

=> দুই বা ততোধিক করণী একই অমূলদ সহগ বাউৎপাদকবিশিষ্ট হলে, তাদের সদৃশ করণী বলে।

অপরপক্ষে, দুই বা ততোধিক করণীর অমূলদ উৎপাদকভিন্ন হলে, তাদের অসদৃশ করণী বলে।

অনুবন্ধী বা প্রতিযোগী বা পূরক করণী কাকে বলে ?

=> দুটি দ্বিপদ দ্বিঘাত করণীর পদদুটির মাঝের চিহ্ন পরস্পর বিপরীত হলে, তাদের একটিকে অপরটির অনুবন্ধী বা পূরক করণী বলে।

করণী নিরসন কাকে বলে ?

=> একটিকরণীকে অন্য একটি উপযুক্ত করণী দিয়ে গুণ করে মূলদরাশিতে পরিণত করার পদ্ধতিকে করণী নিরসন বলে ।

করণী নিরসন উৎপাদক কাকে বলে ?

=> যে করণীটি দিয়ে গুণ করা হয় অর্থাৎ গুণক করণীটি কে করণী নিরসক উৎপাদক বলে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.