কর্ণপটহ কী? এর কাজ কী? August 9, 2022 by Ajay Murmu কর্ণপটহ কী? Ans: কুনোব্যাঙের প্রতিটি চোখের পেছনে মসৃণ চামড়াদিয়ে ঢাকা একটি করে গোল অংশ দেখা যায় এদের কর্ণপটহ বলে। কর্ণপটহ এর কাজ কী? Ans: কর্ণপটহ ব্যাঙকে শ্রবণে সহায়তা করে।