কর্পোরেশনের কার্যাদি লেখ: কলকাতা কর্পোরেশনের কাজকর্মকে দুটি ভাগে ভাগ করা যায়— 1] আবশ্যিক কাজকর্ম এবং [2] স্বেচ্ছামূলক কাজকর্ম।
1. আবশ্যিক কাজকর্ম: যাবতীয় নিত্য প্রয়োজনীয় নাগরিক সুখসুবিধা নিশ্চিত করার দায়িত্ব কর্পোরেশনকে দেওয়া হয়েছে।
এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—জল সরবরাহের ব্যবস্থা করা এবং জল সরবরাহের স্থান নির্মাণ ও সংরক্ষণ, ময়লা নিষ্কাশনের ব্যবস্থা করা, রাস্তাঘাট আলোকিত ও পরিষ্কার করা, বাজার ও কসাইখানা নিয়ন্ত্রণ, জন্মমৃত্যুর হিসাব সংরক্ষণ, সংক্রামক রোগ প্রতিরোধে ব্যবস্থাগ্রহণ, শ্মশানঘাট ও গোরস্থান স্থাপন ও সংরক্ষণ, গৃহনির্মাণ ও বিপজ্জনক ঘরবাড়ি সম্পর্কে ব্যবস্থাগ্রহণ, বৃক্ষরোপণ ইত্যাদি।
2. স্বেচ্ছামূলক কাজকর্ম: কর্পোরেশনের স্বেচ্ছামূলক কাজকর্মের মধ্যে উল্লেখযোগ্য হল—
শিক্ষা প্রসারের ব্যবস্থা, পাঠাগার, মিউজিয়াম ও আর্ট গ্যালারিকে সাহায্যদান, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় স্থাপন ও সংরক্ষণ, দরিদ্র ও অনাথ শিশুদের আশ্রয়স্থল নির্মাণ, গুণীজনদের সম্বর্ধনা প্রভৃতি।