কুনো ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কী? প্রাণীদের অঙ্গ ও তন্ত্রসমূহ MCQ Question

Q. কুনোব্যাঙের বিজ্ঞানসম্মত নাম কী?

Ans: বুফো মেলানোসটিক্‌টাস,

Q. কুনোব্যাঙের প্রধান রেচন অঙ্গ কী?

Ans: বৃক্ক।

Q. কুনোব্যাং কোন্ পর্বের প্রাণী?

Ans: কর্ডাটা।

Q. কুনোব্যাং কোন্ শ্রেণির প্রাণী?

Ans: উভচর বা অ্যাম্ফিবিয়া।

Q. কুনোব্যাঙের সারা দেহ কোন্ বর্ণের?

Ans: ধূসর ।

Q. কুনোব্যাঙের স্বাভাবিক দৈর্ঘ্য কত?

Ans: 14-16 সেমি।

Q. ডিম্বচুঙ্গী কোন্ তন্ত্রের অংশ?

Ans: স্ত্রী জননতন্ত্রের।

Q. পাকস্থলী কোন্ তন্ত্রের মধ্যে দেখা যায়?

Ans: পরিপাকতন্ত্রে।

Q. যে সাধারণ ছিদ্রের মাধ্যমে মল, মূত্র এবং জনন কোশ ব্যাঙের দেহের বাইরে বের হয় তাকে কী বলে?

Ans: অবসারণী ছিদ্র।

Q. ব্যাঙের শব্দগ্রাহক অঙ্গের নাম কী?

Ans: কর্ণপটহ।

Q. ব্যাঙের কোন্ পা লিপ্তপদ?

Ans: পেছনের পা।

Q. পিত্ত কোথায় তৈরি হয়?

Ans: যকৃতে।

Q. মল সাময়িকভাবে কোথায় জমা হয়?

Ans: মলাশয়ে।

Q. মৃত্র সাময়িকভাবে কোথায় জমা হয়?

Ans: মূত্রাশয়ে।

Q. রক্ত জমাট বাঁধতে কোন্ রক্তকণিকা সাহায্য করে?

Ans: অণুচক্রিকা।

Q. দেহের প্রতিরক্ষায় কোন্ কণিকা সাহায্য করে?

Ans: শ্বেত রক্তকণিকা।

Q. ইলিয়াম পৌষ্টিক নালির কোন্ অংশে থাকে?

Ans: ক্ষুদ্রান্তে।

Q. পাকস্থলীতে কোন্ অ্যাসিড ক্ষরিত হয়?

Ans: হাইড্রোক্লোরিক অ্যাসিড।

Q. যকৃতের রং কী?

Ans: গাঢ় বাদামি।

Q. পিত্তরস কোথায় জমা থাকে?

Ans: পিত্তথলিতে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.