কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কাকে বলে ?
Ans: স্নায়ুতন্ত্রের মস্তিষ্ক এবং সুযুম্নাকাণ্ড নিয়ে তৈরি স্নায়বিক সংগঠনকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বলে।
প্ৰান্তীয় স্নায়ুতন্ত্র কাকে বলে?
Ans: কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে বের হয়ে যেসব স্নায়ু বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রবেশ করে তাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে।
এটি করোটি এবং সুষুম্না স্নায়ু দ্বারা গঠিত।
স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে?
Ans: যে স্নায়ুতন্ত্র দেহস্থ অনৈচ্ছিক পেশিসমূহকে নিয়ন্ত্রণ করে এবং দেহস্থ আন্তরযন্ত্রের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, তাকে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র বলে।
স্নায়ু কাকে বলে?
Ans: অনেকগুলো স্বায়তন একসঙ্গে যোগকলা দিয়ে পরিবৃত হলে যে দড়ির মতো অংশ তৈরি হয়, তাকে স্নায়ু বলে।