ক্রমিক সংখ্যা কাকে বলে ? উদাহরণ দাও July 24, 2022 by Ajay Murmu 1. ক্রমিক সংখ্যা কাকে বলে ? => যে সংখ্যারশ্রেণিতে প্রতিটি সংখ্যা ঠিক তার পূর্ববর্তী সংখ্যার থেকে 1 বড়ো ও পরবর্তী সংখ্যার থেকে 1 ছোটো, সেই সংখ্যা শ্রেণিকে ক্রমিক সংখ্যা বলে । উদাহরণ: 5, 6, 7, 11, 12, 13 ইত্যাদি ।