চক্রবৃদ্ধি সুদ কাকে বলে ?
Ans: নির্দিষ্ট সময়ের শেষে কোনো মূলধনের যে বুদ হয়, তা মূলধনটির সাথে যোগ করে পরবর্তী সময়ের বুন এই বর্ধিত মূলধনটির ওপর হিসাব করা হয়। এই সুদকে চক্রবৃদ্ধি বুদ বা জটিল সুদ (compound interest) হয়।
যে নির্দিষ্ট সময় অন্তর সুদ দেওয়া হয়, তাকে সুদের পর্ব (interest period) হয়।
একটি নির্দিষ্ট সময় অন্তর আসল ও সুদের সমষ্টি হল বুদ্ধিমূল (amount) হয়।
1 thought on “চক্রবৃদ্ধি সুদ কাকে বলে ?”