চাঁদের আকাশ কালো দেখায় কেন ?

Q. চাঁদের আকাশ কালো দেখায় কেন ?

উত্তর: চাঁদে কোনাে বায়ুমণ্ডল নেই। তাই সূর্যের আলাের বিক্ষেপণ হয় না।

অর্থাৎ, চাঁদের আকাশ থেকে কোনাে বিক্ষিপ্ত আলাে চাঁদের পৃষ্ঠে এসে পৌঁছােয় না।

ফলে, চাঁদে থেকে চাঁদের আকাশকে কালাে দেখায়।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.