ছত্রাকের সঞ্চিত খাদ্য কি ? মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?

1. ছত্রাকের সঞ্চিত খাদ্য কি ?

উত্তর: গ্লাইকোজেন।

2. কোন্ সপুষ্পক উদ্ভিদে ফল হয় না?

উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদে। যেমন—সাইকাস, পাইনাস।

3. কোন্ উদ্ভিদে বীজ হয় কিন্তু ফল হয় না?

উত্তর: ব্যক্তবীজী উদ্ভিদে। যেমন—সাইকাস, পাইনাস।

4. একটি মৃতজীবী উদ্ভিদের নাম লেখো।

উত্তর: মিউকর বা অ্যাগারিকাস।

5. কোন্ উদ্ভিদে মূল থাকে না কিন্তু পরিবর্তিত অঙ্গ রাইজয়েড থাকে?

উত্তর: মস বর্গ বা ব্রায়োফাইটাতে। যেমন—রিকসিয়া, পোগোনেটাম।

6. সংবহন কলাযুক্ত অপুষ্পক উদ্ভিদ কোন্‌টি?

উত্তর: ফার্ন বৰ্গ বাটেরিডোফাইটা।

7. কোন্ উদ্ভিদে রেণুপত্র মঞ্জুরী গঠিত হয়?

উত্তর: ফার্ন বৰ্গ বাটেরিডোফাইটা।

8. কোন্ উদ্ভিদের পাতায় জালকাকার শিরাবিন্যাস দেখা যায়?

উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদে। যেমন—আম।

9. কোন্ প্রাণীর দেহে নিডোব্লাস্ট কোশ থাকে?

উত্তর: নিডারিয়া বা একনালিদেহী প্রাণী। যেমন—হাইড্রা।

10. কোন্ প্রাণীর দেহ ফিতার ন্যায়?

উত্তর: প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীর দেহ। যেমন—টিনিয়া।

11. কোন্ শ্রেণির প্রাণীকে ঠান্ডা রক্তের প্রাণী বলে?

উত্তর: রেপটিলিয়া বা সরীসৃপ শ্রেণির প্রাণী। যেমন—সাপ।

12. কোন্ প্রাণীর দেহ একটিমাত্র কোশ দিয়ে গঠিত?

উত্তর: প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী। যেমন—অ্যামিবা।

13. মানুষের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর: হোমো সেপিয়েন্স (Homosapiens) |

14. কোন প্রাণী গমনে অক্ষম?

উত্তর: স্পঞ্জ ।

15. ধেড়ে ইঁদুরের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর: ব্যান্ডিকুটা বেঙ্গালেন্‌সিস্ (Bandicutta bengalensis) |

16. ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর: ইকুয়াস ক্যাবলাস (Equus caballus) |

17. কেউটে সাপের বিজ্ঞানসম্মত নাম লেখো।

উত্তর: নাজা নাজা (Naja naja) |

18. হাঙরের দেহে কতগুলি ফুলকা ছিদ্র থাকে?

উত্তর: 5 জোড়া।

19. ম্যান্টল পর্দা কোন্ প্রাণীতে দেখা যায়?

উত্তর: কম্বোজ বা শম্বুক জাতীয় প্রাণীতে

20. কোন্ মেরুদণ্ডীর পা থাকে না?

উত্তর: সাপ।

21. কোন কম্বোজ বা শম্বুক জাতীয় প্রাণীর দেহের ভিতরে খোলক থাকে?

উত্তর: অক্টোপাস ও সেপিয়া।

22. সিরি কোন প্রাণীর কোন অঙ্গে দেখা যায় ?

উত্তর: পায়রার ঠোঁটে।

23. পাখি ছাড়া আর কোন্ প্রাণীর ডানা থাকে?

উত্তর: পতঙ্গ।

24. কোন্ স্তন্যপায়ী ডিম পাড়ে?

উত্তর: হংসচঞ্জু।

25. কলা গাছের বিজ্ঞানসম্মত নাম কী?

উত্তর: মুসা প্যারাডাইসিয়াকা (Musa paradisiaca) |

26. কোন্ ধরনের উদ্ভিদের পাতা সমাঙ্কপৃষ্ঠ?

উত্তর: একবীজপত্রী উদ্ভিদের।

27. কোন্ ধরনের উদ্ভিদের পাতা বিষমপৃষ্ঠ?

উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদের।

28. জোঁক কোন্ পর্বের প্রাণী?

উত্তর: অ্যানিলিডা পর্বের।

29. কোন্ জাতীয় উদ্ভিদে প্রধান মূল দেখা যায়?

উত্তর: দ্বিবীজপত্রী উদ্ভিদে ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.