দলমন্ডল কাকে বলে ? এর কাজ কী?

উত্তর: পাপড়ি বা দলাংশ দ্বারা গঠিত ফুলের বৃতির ওপর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত রঙিন বা সাদা স্তবক হল দলমণ্ডল বা করোলা।

কাজ : (1) কুঁড়ি অবস্থায় ফুলের অপরিহার্য স্তবক পুংকেশরচক্র এবং গর্ভকেশরচক্রকে ঢেকে রাখা ও রক্ষা করা।

(2) উজ্জ্বল রং ও মিষ্টি গন্ধের দ্বারা পরাগযোগের জন্য কীটপতঙ্গকে আকৃষ্ট করা।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.