দশমিক সংখ্যাকে মিশ্র সংখ্যায় রূপান্তর
=> দশমিক সংখ্যায় দশমিকের বামদিকে যে সংখ্যা থাকে, মিশ্র সংখ্যায় রূপান্তরের সময় সেই সংখ্যাটি মিশ্র সংখ্যায় পূর্ণসংখ্যারূপে এবং
দশমিকের ডানদিকে যে অঙ্কগুলি থাকে সেই অঙ্কগুলিকে মিশ্র সংখ্যায় ভগ্নাংশ অংশের লব আকারে লেখা হয় এবং দশমিকের পরে যতগুলি অঙ্ক থাকে 1- এর পরে ততগুলি 0 বসিয়ে ভগ্নাংশ অংশের হর লেখা হয়।