Q. নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল ?
Ans: নীলনদের যুদ্ধ হয়েছিল ১৭৯৮ খ্রিষ্টাব্দে ফরাসী সেনাপতি নেপােলিয়ন ও ইংরেজ নৌ-সেনাপতি নেলসনের মধ্যে।
ব্রিটিশ নৌবহর এই যুদ্ধে ফরাসী নৌবহরকে সম্পূর্নরূপে বিধ্বস্ত করে। পরাজিত নেপােলিয়ন মিশর অভিযান পরিত্যাগ করে ফ্রান্সে ফিরে আসেন।