পাট কত প্রকার ও কি কি ? কোন্ পাট কখন বােনা হয় ? May 17, 2022 by Ajay Murmu পাট কত প্রকার ও কি কি ?: উত্তর: পাটের প্রকারভেদ : পাট প্রধানত দু-প্রকারের হয় তিতা পাট এবং মিঠা পাট। পাট বীজ বপনকাল: 1) তিতা পাট বােনার সময় হল ফাল্গুন থেকে বৈশাখ মাস। 2) মিঠা পাট বােনার সময় হল বৈশাখ মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ।