পাট কত প্রকার ও কি কি ? কোন্ পাট কখন বােনা হয় ?

পাট কত প্রকার ও কি কি ?:

উত্তর: পাটের প্রকারভেদ : পাট প্রধানত দু-প্রকারের হয় তিতা পাট এবং মিঠা পাট।

পাট বীজ বপনকাল:

1) তিতা পাট বােনার সময় হল ফাল্গুন থেকে বৈশাখ মাস।

2) মিঠা পাট বােনার সময় হল বৈশাখ মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.