পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন ?
উত্তর: পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রােটন সংখ্যা বাইরের বিভিন্ন কক্ষপথে আবর্তশীল মােট ইলেকট্রন সংখ্যার সমান।
আবার, একটি প্রােটনে যে পরিমাণ ধনাত্মক আধান থাকে, একটি ইলেকট্রনের ঋণাত্মক আধানের পরিমাণ ঠিক তার সমান হয়।
অর্থাৎ, পরমাণুতে মােট ধনাত্মক আধানের পরিমাণ মােট ঋণাত্মক আধানের পরিমাণের সমান। তাই, পরমাণু তড়িৎ নিরপেক্ষ হয়।