Q. পর্যবেক্ষণ ও শনাক্তকরণ কাকে বলে ?
1) পর্যবেক্ষণ কাকে বলে ?
Ans: জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে কোনাে বস্তুকে নিরীক্ষণকরার কৌশলকে পর্যবেক্ষণ বলে।
2) শনাক্তকরণ কাকে বলে ?
Ans: বিশেষ বিশেষ বৈশিষ্ট্যের ওপর নির্ভর করেকোনাে জীবকে অন্য জীব থেকে আলাদা করে চিনে নেওয়ারপদ্ধতিকে শনাক্তকরণ বলে।