পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে ?
=> দুটি সংখ্যার মধ্যে 1 ভিন্ন অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা (Co-prime numbers) বলে।
দুটি পরস্পর মৌলিক সংখ্যার কোনো একটি বা দুটি উভয়েই মৌলিক সংখ্যা না হয়ে যৌগিক সংখ্যাও হতে পারে।
বাস্তব সংখ্যা কাকে বলে ?
=> সব মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টিকে বাস্তব সংখ্যা বলে। যে-কোনো বাস্তব সংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হল এই যে তার বর্গের মান সর্বদাই ধনাত্মক হয়।