পৌরসভার ক্ষমতা ও কার্যাবলি: পৌরসভার ক্ষমতা ও কার্যাবলিকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা—
1. বাধ্যতামূলক,
2. স্বেচ্ছাধীন এবং
3. অর্পিত কার্যাবলি।
বাধ্যতামূলক কার্যাবলির মধ্যে চারটি প্রধান কাজ স্থান পেয়েছে –
[i] প্রশাসনিক,
[ii] উন্নয়নমূলক,
[iii] জনকল্যাণমূলক ও
[iv] জনস্বাস্থ্য সম্পর্কিত কাজ। স্বেচ্ছাধীন কাজগুলির মধ্যে ৪১টি বিষয় স্থান পেয়েছে।
যেমন—পানীয় জল সরবরাহ, হাসপাতাল, দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা ও সংরক্ষণ, ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিকাশসাধন প্রভৃতি।
অন্যদিকে অর্পিত কার্যাবলির তালিকায় উল্লিখিত ১৭টি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল নগর পরিকল্পনা, ক্রীড়া ও যুবকল্যাণ, বনসৃজন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ইত্যাদি।