Q. পশ্চিমবঙ্গে কত প্রকারের পৌরসভা আছে?
Ans: পশ্চিমবঙ্গের পৌরসভাগুলি মূলত পাঁচ প্রকারের, যেমন—
‘ক’-শ্রেণি (দু-লক্ষ বা ততোধিক অধিবাসী নিয়ে গঠিত),
‘খ’-শ্রেণি (দেড় লক্ষ থেকে অনধিক দু-লক্ষ অধিবাসী নিয়ে গঠিত),
‘গ’-শ্রেণি (পঁচিশ থেকে অনধিক পঁচাত্তর হাজার অধিবাসী নিয়ে গঠিত),
‘ঘ’-শ্রেণি (পঁচাত্তর হাজার থেকে অনধিক দেড় লক্ষ অধিবাসী নিয়ে গঠিত) ও
ঙ-শ্রেণির (অনধিক পঁচিশ হাজার অধিবাসী নিয়ে গঠিত) পৌরসভা।
Q. কীসের ভিত্তিতে একটি এলাকাকে পৌর অঞ্চল বলে ঘোষণা করা যায়?
Ans: (1) একটি শহরের জনসংখ্যা কুড়ি হাজারের বেশি হতে হবে, (2) ওই শহরের প্রতি বর্গকিমিতে অন্ততপক্ষে ৭৫০ জন লোকের বাস হতে হবে, (3) এই অঞ্চলে অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের জীবিকা কৃষিকাজ হওয়া চলবে না।
Q. ৭৪তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য লেখো।
৭৪তম সংবিধান সংশোধন আইনের দুটি মূল বৈশিষ্ট্য হল –
1. শহরাঞ্চলে তিন ধরনের স্বায়ত্তশাসন ব্যবস্থার সংস্থান (নগর পঞ্চায়েত, পৌরসভা ও পৌরনিগম) এবং
2. পুর এলাকায় পুরসভার মোট আসনের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণের বাধ্যবাধকতা।
Q. পৌরসভার দুটি কমিটির নাম লেখো।
Ans: পৌরসভার দুটি কমিটির নাম হল। –
- বরো কমিটি এবং
- ওয়ার্ড কমিটি।
Q. পৌরসভা কাদের নিয়ে গঠিত হয়?
Ans: পৌরসভা হল পৌর অঞ্চলে পৌর শাসনের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলার পরিষদ।
1) ওয়ার্ডগুলি থেকে নির্বাচিত সদস্য এবং
2) রাজ্য সরকার কর্তৃক মনোনীত পৌরপ্রশাসন সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে এই পরিষদ গঠিত হয়।
Q. পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস কী কী? Ans: পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস হল- 1) জমি ও বাড়ির ওপর আরোপিত সম্পত্তি কর এবং 2) যে-কোনো ভাড়ার গাড়ি বা মালবাহী ভাড়া গাড়ির ওপর কর থেকে প্রাপ্ত অর্থ।
Q. পৌরসভার প্রধান ক্ষমতাগুলি কী?
Ans: পৌরসভার ক্ষমতাগুলি হল – 1) বাধ্যতামূলক ক্ষমতা, 2) স্বেচ্ছাধীন ক্ষমতা এবং 3) অর্পিত ক্ষমতা।