পুরুষ মশা কি খায় ? April 24, 2022 by Ajay Murmu Q. পুরুষ মশা কি খায় ? Ans: পুরুষ মশাদের চোষক যন্ত্র ভোঁতা হওয়ার জন্য এরা গাছের ফুল, ফলের রস খেয়ে বেঁচে থাকে। Q. স্ত্রী মশা কি খায় ? Ans: স্ত্রী মশার চোষকযন্ত্র থাকায় পুষ্টি ও প্রজননের প্রয়ােজনে মেরুদণ্ডী প্রাণীর রক্ত পান করে।