পৌরসভার গঠন বর্ণনা কর: পৌরসভার গঠন: নতুন পৌর আইনে পৌর অঞ্চলগুলিকে কয়েকটি ওয়ার্ডে ভাগ করা হয়েছে। নতুন আইনে পৌরসভার সদস্যরা কাউন্সিলার নামে আখ্যায়িত হয়েছেন।
সংশ্লিষ্ট পৌর অঞ্চলের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে কাউন্সিলাররা নির্বাচিত হন। পৌরসভাতেও তপশিলি জাতি ও উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
পশ্চিমবঙ্গের পৌর আইনে (১৯৯৪ খ্রি.) পৌরসভার কাজকর্ম পরিচালনার জন্য তিনটি কর্তৃপক্ষ গঠন করা হয়েছে—
1. পৌরসভা,
2. স-পরিষদ চেয়ারম্যান
3. চেয়ারম্যান। পৌরসভা সমস্ত নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে গঠিত হয়। অন্যদিকে, স-পরিষদ চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান এবং কাউন্সিলারদের মধ্যে কয়েকজনকে নিয়ে গঠিত হয়। পৌরসভার প্রধান হলেন চেয়ারম্যান।
সমগ্র পৌরপ্রশাসন তাঁর নিয়ন্ত্রণে থাকে। পৌরসভা এবং স-পরিষদ চেয়ারম্যানের সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান।
এই তিনটি কর্তৃপক্ষ ছাড়া বর্তমানে পশ্চিমবঙ্গ পৌর আইন (সংশোধনী), ২০০২ অনুসারে ছয় ধরনের কমিটি গঠনের কথা বলা হয়েছে। সেগুলি হল—
- ওয়ার্ড কমিটি,
- বরো কমিটি,
- যৌথ কমিটি,
- স্থায়ী কমিটি,
- ঐতিহ্য সংরক্ষণ সম্পর্কিত কমিটি এবং
- বিশেষ কমিটি।