ফিজিওক্রাট কাদের বলা হয় ? (Physiocrates)

Q. ফিজিওক্রাট কাদের বলা হয় ?

উঃ ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে ফিজিওক্রাটস নামে এক শ্রেণির অর্থনীতিবিদের আবির্ভাব হয়।

ফিজিওক্রাটসরা মার্কেন্টাইল মতবাদ, সংরক্ষণ নীতি এবং শিল্প-বাণিজ্যে রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরােধী ছিলেন। তারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প স্থাপনের দাবি জানান।

এরা প্রচার করেন যে জমি যেহেতু সব সম্পদের উৎস তাই জমি থেকেই যাবতীয় কর আদায় করা উচিত। সুতরাং যাজক ও অভিজাতরাও কর দিতে বাধ্য।

এরা সকলেই বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। ফিজিওক্রাটসদের মধ্যে অন্যতম ছিলেন কুইসনে (Quesnay)।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.