1. বীজের ডিম্বক নাভী এর অপর নাম কী ?
Ans: হাইলাম।
2. মটর বীজের বীজপত্র এর সঙ্গে ঘৃণাক্ষটির সংযোগস্থলকে কী বলে ?
Ans: পর্বসন্ধি বা পর্বস্থান।
3. মটর ফুলের ভিতরের দু-পাশের দুটি পাপড়ির নাম কী?
Ans: পক্ষ।
4. মটর ফুলের ভিতরের দু-পাশের পক্ষদল ছাড়া অপর দুটি পাপড়িকে কী বলে?
Ans: তরীদল বা নৌকা ।
5. পাকা আমের কোন্ অংশটি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি?
Ans. মধ্যস্তক।
6. ফুলের পুংজনন কোশ কোথা থেকে উৎপন্ন হয়?
Ans: পরাগরেণু ।
7. কোন্ ফুলের দলমণ্ডল ঘণ্টার মতো দেখতে হয়?
Ans: ধুতুরা ফুল।
8. আপেলের কোন্ অংশটি আমরা খাই ?
Ans: রসালো পুষ্পাক্ষ।
9. হাইলামের একপ্রান্তের সূক্ষ্ম ছিদ্রটিকে কী বলে?
Ans: ডিম্বকরন্ধ্র বা মাইক্রোপাইল ৷
10. মটর বীজের বীজপত্রের সঙ্গে ঘৃণাক্ষটির সংযোগস্থলকে কী বলে?
Ans: পর্বসন্ধি বা পর্বস্থান।
11. ভুট্টা বীজের ঘৃণমূলের পাতলা আবরণীকে কী বলে?
Ans: ভ্রূণমূলাবরণী
12. ভুট্টা বীজের ঘৃণমুকুলের আবরণীকে কী বলে?
Ans:ভ্রূণমুকুলাবরণী বা কোলিওপ্টাইল।
13. কত ডিগ্রি উম্নতায় বীজের স্বাভাবিক অঙ্কুরোদ্গম ঘটে?
Ans: 25°C – 35°C
14. ভুট্টা দানার অন্তর্বীজের বেশির ভাগ অংশ কী নামে পরিচিত?
Ans: সস্য।
15. ভুট্টা বীজের বীজপত্র অনেকটা বর্মের মতো হওয়ায় একে কী বলে?
Ans: স্কুটেলাম।