Q. বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাত/দেখায় ?
উত্তর: বায়ুমণ্ডল না থাকলে সূর্যের আলাের বিক্ষেপণ হত না। সূর্যের আলাে সরাসরি আমাদের চোখে পৌঁছেতি।
ওপরের দিকে তাকালে সূর্য দেখা যেত, কিন্তু বাকি আকাশকে কালাে দেখাত। কারণ, সেখান থেকে কোনাে বিক্ষিপ্ত আলাে আমাদের চোখে এসে পৌছােত না।