বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি ?

বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কি?

উঃ ১৭৮৯ খ্রিঃ ১৪ জুলাই উত্তেজিত জনতা সমবেত ভাবে কারারক্ষীদের হত্যা করে বাস্তিল দুর্গ দখল করে নেয়। বাস্তিলের পতনের প্রতীকি মূল্য ছিল অপরিসীম। কেননা বাস্তিল ছিল স্বৈরতন্ত্রী রাজার নিপীড়নের প্রতীক।

এখানে বিনা বিচারে নিরপরাধ মানুষদের বন্দি করে রাখা হত। বাস্তিলের পতনের ফলে বিপ্লবী জনতার মনােবল বৃদ্ধি পেল, অন্যদিকে রাজা আর অভিজাতদের মনােবল ভেঙ্গে গেল।

প্যারিসের শাসনভার বুর্জোয়াদের হাতে চলে যায়। রাজা তার সেনাবাহিনী সরিয়ে নিতে বাধ্য হয়। Goodwin-এর মতে বাস্তিলের পতন ছিল ফরাসী বিপ্লবের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই ঘটনার ফলাফল ছিল বহুমুখী ও সুদূরপ্রসারী।

বাস্তিল দখল ছিল উন্মত্ত জনতার স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.