বিদেশনীতি বলতে কী বোঝায় ? বিদেশনীতি Questions (Part 1)

1. বিদেশনীতি বলতে কী বোঝায় ?

Ans: আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্র যে কাজগুলি করে তার সমষ্টি হল বিদেশনীতি।

2. বিদেশনীতির প্রধান উদ্দেশ্য কী?

Ans: বিদেশনীতির প্রধান উদ্দেশ্য হল রাষ্ট্রের জাতীয় স্বার্থরক্ষা করা।

3. পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

Ans: ভারত ও চিনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়।

4. ভারত কবে পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়?

Ans: ১৯৯৮ খ্রিস্টাব্দে ভারত পরীক্ষামূলকভাবে পরমাণু বিস্ফোরণ ঘটায়।

5. ভারতের বিদেশনীতির মূল উপাদান কী?

Ans: ভারতের বিদেশনীতির মূল উপাদান হল জাতীয় মুক্তি আন্দোলনকে সমর্থন করা।

6. সার্ক কোন্ অঞ্চলের সহযোগিতামূলক সংগঠন?

Ans: সার্ক দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলিকে নিয়ে গঠিত একটি সহযোগিতামূলক সংগঠন।

7. কবে সার্ক গঠিত হয়?

Ans: ১৯৮৫ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়।

8. কোন্ প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে?

Ans: দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির প্রেক্ষাপটে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে।

9. কে প্রথম সার্ক গঠনের প্রস্তাব দেন?

Ans: বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক গঠনের প্রস্তাব দেন।

10. কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়?

Ans: ২০০৮ খ্রিস্টাব্দে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা হয়।

11. ১৯৯৮ খ্রিস্টাব্দে পরমাণু বোমা বিস্ফোরণের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ?

Ans: ১৯৯৮ খ্রিস্টাব্দে পরমাণু বোমা বিস্ফোরণের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটলবিহারী বাজপেয়ী।

12. ভারতের পরমাণু নীতির মূল কথা কী?

Ans: ভারতের পরমাণু নীতির মূল কথা হল ‘প্রথম আঘাত নয়’( No First Strike)।

13. জোসেক ফ্র্যাঙ্কেল-এর মতে বিদেশনীতি কী?

Ans: জোনেক ফ্র্যাঙ্গেল বিদেশনীতি বলতে এক ধরনের সিদ্ধান্ত বা ক্রিয়াকলাপের সমষ্টিকে বুঝিয়েছেন।

14. কোথায় সার্ক-এর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়?

Ans: ইসলামাবাদে সার্ক-এর দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়।

15. কোন্ দেশ ভিয়েতনাম আক্রমণ করেছিল?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম আক্রমণ করেছিল।

16. ঢাকায় করে সার্ক-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?

Ans: ১৯৮৫ খ্রিস্টাব্দে ঢাকায় সার্ক-এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

17. সুয়েজ সংকট কবে দেখা দেয়?

Ans: ১৯৫৬ খ্রিস্টাব্দে সুয়েজ সংকট দেখা দেয়।

18. জোসেফ ফ্র্যাঙ্কেলের গ্রন্থের নাম কী?

Ans: জোসেফ ফ্র্যাঙ্কেলের গ্রন্থটি হল ‘The Making of Foreign Policy’.

19. বিশ্বের রাষ্ট্রগুলিকে নিয়ে কীরূপ সমাজ গড়ে ওঠে?

Ans: আন্তর্জাতিক সমাজ।

20. অভ্যন্তরীণ নীতি বলতে কী বোঝায় ?

Ans: রাষ্ট্রের অভ্যন্তরে শান্তিশৃঙ্খলার প্রতিষ্ঠা; অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি সাধন; বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতিভুক্ত মানুষের মধ্যে সম্প্রীতির সুদৃঢ়করণ প্রভৃতি হল অভ্যন্তরীণ নীতির লক্ষ্য।

21. পররাষ্ট্রনীতি কী?

Ans: প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি নির্ধারণ করে, সাধারণভাবে তাই হল পররাষ্ট্রনীতি।

22. পররাষ্ট্রনীতির অধিকৃত লক্ষ্যসমূহ কী?

Ans: অধিকৃত লক্ষ্যসমূহ বলতে জাতীয় মূল্যবোধ ও প্রয়োজন পূরণকে বোঝায়।

23. জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে পররাষ্ট্রনীতি কী?

Ans: একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত সিদ্ধান্ত বা কার্যকলাপের সমষ্টিকে ফ্র্যাঙ্কেল পররাষ্ট্রনীতি বলেছেন।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.