বিভিন্ন মশা চেনার উপায় কী ?

Q. বিভিন্ন মশা চেনার উপায় কী?

উত্তর: বসার ভঙ্গি দেখে মশা চেনা যায়।

1) অ্যানােফিলিস মশা বসার স্থানের সঙ্গে প্রায় 45° কোণ করে বসে। কিউলেক্স মশা ভূমির সঙ্গে মােটামুটি সমান্তরালভাবে বসে।

2) অ্যানােফিলিস মশার ডানায় সাদা-কালাে দাগ পরিলক্ষিত হয়। কিউলেক্স মশার গায়ে বা ডানায় কোনাে দাগ থাকে না।

3) ইডিস মশার উদর অংশ লম্বা এবং পর্যায়ক্রমে কালাে ও সাদা রঙের বলয় থাকে।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.