ভগ্নাংশ কাকে বলে ? ভগ্নাংশ কয় প্রকার ও কি কি ?

ভগ্নাংশ কাকে বলে ?

=> কোনো সংখ্যা বা রাশিকে সমানভাগে ভাগ করলে সেই ভাগগুলির এক বা একাধিক অংশকে ভগ্নাংশ (fraction)বলে।

ভগ্নাংশ কয় প্রকার ও কি কি ?

=> ভগ্নাংশ তিন প্রকার — লব < হর হলে সেটি প্রকৃত ভগ্নাংশ (proper fraction), লব > হর হলে তা অপ্রকৃত ভগ্নাংশ (inproper fraction) এবং পূর্ণসংখ্যা ও প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে গঠিত ভগ্নাংশ হল মিশ্র ভগ্নাংশ (mixed fraction)।

যৌগিক ভগ্নাংশ কাকে বলে ?

=> কোনো ভগ্নাংশের ভগ্নাংশকে যৌগিক ভগ্নাংশ (compound fraction) বলে।

জটিল ভগ্নাংশ কাকে বলে ?

=> কোনো ভগ্নাংশের লব বা হর বা লব ও হরের উভয়েই ভগ্নাংশ হলে সেই ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ (complex fraction) বলে ।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.