1. পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় ?
Ans: বাঁকুড়াতে ।
2. নিউম্যাটোফোর (Pneumatophore) হল—
Ans: ম্যানগ্রোভের নিঃশ্বাস নেওয়ার শেকড় ।
3. পূর্ব কলকাতার জলাভূমির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে, সেখানে-
Ans: কলকাতার ময়লা জল ব্যবহার করা হয় মাছচাষের জন্য ।
4. সারাবর্তী জলবিদ্যুৎ প্রকল্প নিম্নলিখিত রাজ্যে অবস্থিত –
Ans: কর্ণাটক ।
5. শালগাছ হল একটি-
Ans: পর্ণমোচী গাছ [deciduous]
6. সুন্দরবনকে ‘World Heritage Site’ আখ্যাদেওয়ার কারণ হল-
Ans: ম্যানগ্রোফ জঙ্গল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য (Bio-diversity),
7. হিমালয়ের উৎপত্তি হয়—
Ans: টেথিস জিওসিনক্লাইন থেকে,
8. লিগনাইট এক ধরনের—
Ans: কয়লা,
9. আরাবল্লী একটা পুরোনো-
Ans: ভঙ্গিল পর্বত,
10. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল-
Ans: মুর্শিদাবাদ,
11. ভারতে কার্পাস চাষ সব থেকে ভালো হয়—
Ans: কৃয় মৃত্তিকায়,
12. ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হল-
Ans: পরিষেবা ক্ষেত্র,
13. ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশী সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে?
Ans: উত্তর প্রদেশ,
14. কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে?
Ans: মধ্যপ্রদেশ,
15. সার্কের মুখ্য কাৰ্যালয় হল-
Ans: কাঠমাণ্ডুতে,
16. হিমালয় পর্বতশ্রেণী হল—
Ans: নবীন ভঙ্গিল পর্বত,
17. বায়ুমণ্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে ‘গ্রীনহাউস এফেক্ট’ হয়-
Ans: কার্বন-ডাই-অক্সাইড,
18. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল—
Ans: গাঙ্গেয় বদ্বীপ,
19. পশ্চিমবঙ্গের মোট জেলা ক’টি?
Ans: ১৯