মকরন্দ সাথে মধুর সম্পর্ক কী ?

Q. মকরন্দ সাথে মধুর সম্পর্ক কী ?

Ans: ফুলের মকরন্দ গ্রন্থি নিঃসৃত মিষ্টিরস হল মকরন্দ। শ্রমিক মৌমাছিরা ফুলের মকরন্দ নিজের দেহে বিশেষ প্রকোষ্ঠে জমিয়েরাখে।

এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জলীয় শর্করাযুক্ত তরল তৈরি হয়।

এরপর ওই তরল জলশূন্য হলে মধু উৎপন্ন হয়।

অর্থাৎ, জলশূন্য পরিবর্তিত মকরন্দই হল মধু।

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.