মটরের গাছের বিজ্ঞানসম্মত নাম কি ? বিজ্ঞানসম্মত নাম MCQ Question

1. মটরের গাছের বিজ্ঞানসম্মত নাম কি ?

Ans: পিসাম স্যাটিভাম,

2. বক ফুলের বিজ্ঞানসম্মত নাম কী?

Ans: সেসবানিয়া গ্র্যান্ডিফ্লোরা

3. কুমড়ো গাছের বিজ্ঞানসম্মত নাম কী?

Ans: কিউকারবিটা ম্যাক্সিমা

4. একটি গুচ্ছিত ফলের উদাহরণ দাও।

Ans: আতা/উদয়পদ্ম

5. জবা গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?

Ans: হিবিসকাস রোজাসাইনেনসিস

6. ভ্রূণের সরু ও বাঁকানো দণ্ডের মতো অংশকে কী বলে?

Ans: ভ্রূণাক্ষ

7. বহুবীজপত্রী বীজের নাম লেখো।

Ans: পাইন গাছের বীজ।

8. আম গাছের বিজ্ঞানসম্মত নাম কী?

Ans: ম্যাঙ্গিফেরা ইন্ডিকা

9. অপরাজিতা, মটর, বক প্রভৃতি ফুলের পুংস্তবকেকয়টি পুংকেশর থাকে ?

Ans: 10টি।

10. ফুলের গর্ভপত্রের কয়টি অংশ থাকে ?

Ans: 3 টি।

11. কোন্ প্রকার ফুলকে বহু প্রতিসম ফুল বলা হয় ?

Ans: সমাঙ্গ ফুলকে।

12. ধুতুরা গাছের বিজ্ঞানসম্মত নাম কী ?

Ans: ডাটুরা মেটেল ।

13. অপরাজিতা ফুলের বিজ্ঞানসম্মত নাম লেখো।

Ans: ক্লিটোরিয়া টারনেসিয়া

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.