মানবতাবাদ বলতে কী বোঝো ? মানবতাবাদ এর সংজ্ঞা দাও ।

মানবতাবাদ বলতে কী বোঝো ?

মানবতাবাদের সংজ্ঞা : ইউরােপের নবজাগরণের পুরােধাগন মানবতাবাদী বা হিউম্যানিস্ট নামে খ্যাত। অর্থাৎ ষােড়শ শতকে যে সব পন্ডিত মানুষের জাগতিক উন্নতির কথা চিন্তা করেন

এবং মানুষের মূল্যবােধ সম্পর্কে সকলকে সচেতন করে তােলেন তারাই মানবতাবাদী নামে পরিচিত। আর এই মতবাদীদের প্রচারিত মতাদর্শ ও কর্মদর্শনকে বলা হয় মানবতাবাদ।

মানবতাবাদ বলতে কী বোঝো ?

মানবতাবাদের আদর্শ : মানবতাবাদের আদর্শকে নিম্নে আলােচনা করা হল-

১. মানবকেন্দ্রিক এই মতবাদের মূল আদর্শ হল অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ সাধন।

২. ঈশ্বরের গুনকীর্তনের পরিবর্তে মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ও প্রেমভালােবাসার কথা প্রচার।

৩. পার্থিব মঙ্গলের জন্য বিশ্বাসের পরিবর্তে যুক্তির প্রাধান্য প্রতিষ্ঠা।

৪. সংকীর্ণ ধর্মীয় চেতনার পরিবর্তে বিজ্ঞানচর্চার প্রসার ঘটানাে।

৫. পরলােক ও পাপ-পুণ্যের পরিবর্তে ইহজীবনে পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের উপর গুরুত্ব আরােপ।

বিশিষ্ট মানবতাবাদীদের নাম : সাহিত্য-শিল্পকলা-বিজ্ঞান সবক্ষেত্রেই মানবতাবাদের গভীর প্রভাব পরিলক্ষিত হয়।

সাহিত্যক্ষেত্রে কয়েকজন বিশিষ্ট মানবতাবাদী হলেন— দান্তে, চসার, পেত্রাক, বােকাচ্চিয়াে, শেকসপিয়র প্রমুখ।

শিল্পক্ষেত্রে বিশিষ্ট মানবতাবাদী হলেন— লিওনার্দো দ্য ভিঞি, মাইকেল এঞ্জেলাে, রাফায়েল, বত্তিচেলি প্রমুখ।

বিজ্ঞানের ক্ষেত্রে বিশিষ্ট মানবতাবাদীগণ হলেন— রােজার বেকন, ফ্রান্সিস বেকন, কোপারনিকাস, গ্যালিলিয়াে, কোর প্রমুখ।

1 thought on “মানবতাবাদ বলতে কী বোঝো ? মানবতাবাদ এর সংজ্ঞা দাও ।”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.