Q. মার্জনাপত্র কী ?
উত্তর : মার্জনাপত্রের সংজ্ঞা : মধ্যযুগে সাধারণ মানুষের অজ্ঞতা ও ধর্মভীরুতার সুযােগ নিয়ে ক্যাথলিক চার্চ যে সব ছল-চাতুরীর মাধ্যমে অর্থ আদায় করত, তার মধ্যে একটি ঘৃণ্য পদ্ধতি ছিল ‘সর্গের টিকিট’ বা ‘মার্জনাপত্র বা ইনডালজেন্স’।
উল্লেখ্য, এই সময় গির্জা থেকে প্রচার করা হয় যে, যদি কেউ এই ছাড়পত্র বা মুক্তিপত্র পােপ বা তাঁর প্রতিনিধির কাছ থেকে অর্থ দিয়ে ক্রয় করে তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হবে।
এবং মৃত্যুর পরে তাকে আর নরক যন্ত্রণা ভােগ করতে হবে না, সরাসরি সর্গে গিয়ে এক অনন্ত সুখের রাজ্যে বাস করবে।