মুখ্যমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করো: ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অঙ্গরাজ্যগুলির প্রশাসনে মুখ্যমন্ত্রীর পদটির স্বতন্ত্র গুরুত্ব রয়েছে। রাজ্যের সংসদীয় শাসনব্যবস্থায় মুখ্যমন্ত্রীকে প্রকৃত শাসক হিসেবে অভিহিত করা হয়, কারণ তাঁর নেতৃত্বেই রাজ্য প্রশাসন পরিচালিত হয়।
মুখ্যমন্ত্রীর পদমর্যাদা আলোচনা করো ।
তবে কেন্দ্রের মতাে রাজ্যগুলিতে সংসদীয় শাসনব্যবস্থা থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রধানমন্ত্রীর মতাে প্রবল ক্ষমতার অধিকারী নন। কেন্দ্রের সংসদীয় শাসনব্যবস্থার সঙ্গে সংসদীয় কাঠামাের পার্থক্যের প্রধান কারণ রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা।
রাষ্ট্রপতির কোনাে স্বেচ্ছাধীন ক্ষমতা নেই, কিন্তু অঙ্গরাজ্যের রাজ্যপালের স্ববিবেচনা অনুযায়ী কাজ করার অধিকার স্বেচ্ছাধীন ক্ষমতার মধ্য দিয়ে স্বীকৃত হয়েছে।
রাজ্যপালের এই ক্ষমতার প্রয়ােগকে আদালতের এক্তিয়ারের বাইরে রাখা হয়েছে। তবে কেন্দ্রে এবং রাজ্যে একই রাজনৈতিক দল সরকারি ক্ষমতায় আসীন থাকলে। রাজ্যপাল নেহাতই নিয়মতান্ত্রিক শাসকের ভূমিকা পালন করেন।
সেক্ষেত্রে রাজ্যের সংসদীয় শাসনব্যবস্থায় প্রকৃত প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কাজ করার পথে কোনাে বাধা থাকে । অন্যদিকে, কেন্দ্র ও রাজ্যে ভিন্ন দল ক্ষমতাসীন থাকলে প্রধানমন্ত্রীর সমর্থনপুষ্ট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা মুখ্যমন্ত্রীকে প্রতিকূল অবস্থায় ফেলতে পারে।
উপসংহার: পরিশেষে বলা যায়, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠের দলীয় সমর্থন ও সহযােগিতা এবং মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যক্তিত্ব ও দক্ষতা, ক্যাবিনেটের সহযােগিতা প্রভৃতির ওপর মুখ্যমন্ত্রীর পদমর্যাদা নির্ভরশীল।