মৌমাছিকে উপকারী পতঙ্গ বলা হয় কেন?
উপকারী পতঙ্গ মৌমাছি: (1) মৌমাছি মকরন্দ সংগ্রহের সময় ফুলের পরাগ মিলন ঘটিয়ে বীজ ও ফল সৃষ্টিতে সহায়তা করে।
(2) মৌমাছির তৈরি মৌচাক থেকে আমরা মধু ও মােম পাই।
(3) সর্দিকাশিতে, কোষ্ঠবদ্ধতা দূরীকরণে, কেক, মিষ্টি প্রভৃতি প্রস্তুতিতে মধু ব্যবহৃত হয়। ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানেও মধু ব্যবহৃত হয়।
(4) মৌ-মােম পালিশের কাজে, মডেল ও ছাঁচ তৈরিতে, বৈদ্যুতিক সাজ সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। এই সব কারণে মৌমাছিকে উপকারী পতঙ্গ বলা হয়।