মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা-সংক্রান্ত প্রশ্ন !

1. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = 2

2. ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা = 4

3. ক্ষুদ্রতম জোড় যৌগিক সংখ্যা = 4 ও ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা = 9

4. একমাত্র জোড় মৌলিক সংখ্যা = 2

5. একমাত্র ক্রমিক বা পরপর দুটি মৌলিক সংখ্যা = 2 ও 3

6. দুটি মৌলিক ও পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ উৎপাদকের সংখ্যা = 1 টি

7. দুটি মৌলিক ও পরস্পর মৌলিক সংখ্যার গসাগু = 1 ও লসাগু = সংখ্যা দুটির গুণফল

8. এক অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = 2 ও বৃহত্তম মৌলিক সংখ্যা = 7

9. দুই অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = 11 ও বৃহত্তম মৌলিক সংখ্যা = 97

10. তিন অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = 101 ও বৃহত্তম মৌলিক সংখ্যা = 997

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.