মৌলিক সংখ্যা কাকে বলে ? (Prime numbers)
উঃ যে সংখ্যাগুলিরও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেই সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যা বলে।
উদাহরণ : 2, 3, 5, 7, 11 ইত্যাদি।
যৌগিক সংখ্যা কাকে বলে ? (Compound or Compositenumbers)
উঃ যে সংখ্যাগুলির 1 ও সেই সংখ্যা ছাড় অন্য উৎপাদকও বর্তমান,, সেই সংখ্যাগুলিকে যৌগিক সংখ্যা বলে।
উদাহরণ: 4, 6, 8, 9, 10 ইত্যাদি।