লাভ ও ক্ষতি কাকে বলে ?
Ans: ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য অধিক হলে লাভ (profit) এবং বিক্রয়মূল্য অপেক্ষা ক্রয়মূল্য অধিক হলে ক্ষতি বা লোকসান (loss) হয়।
ধার্য মূল্য কাকে বলে ?
Ans: কোনো দ্রব্য যে দামে বিক্রয়ের জন্য চিহ্নিত হয়, তাকে ওই দ্রব্যটির ধার্যমূল্য (marked price বা list price বা pro- posed sale price বা catalogue price) বলে।
Also Check ✅
- চক্রবৃদ্ধি সুদ কাকে বলে ?
- আসল বা মূলধন কাকে বলে ?
- অনুপাত কাকে বলে ?
- আবৃত্ত দশমিক সংখ্যা কাকে বলে ?
- দশমিক সংখ্যার অঙ্কের স্থানীয় মান কত ?
কোনো দ্রব্যের ধার্যমূল্য অপেক্ষা কম মূল্যে দ্রব্যটি বিক্রয় করা হলে যে পরিমাণ মূল্য কম নেওয়া হয়, তাকে ছাড় (rebate বা discount বা commission) বলে।
সাধারণভাবে লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের ওপর ভিত্তি করেই হয়। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বিক্রয়মূল্যের ওপরও লাভ বা ক্ষতির হিসাব করা হয়।