শাল কি জাতীয় উদ্ভিদ ? ভারতের কোন্ কোন্ রাজ্যে শাল গাছ জন্মায় ? শাল গাছ পরিণত হতে কত বছর সময় লাগে?
উত্তর:–
1. শাল গাছের প্রকৃতি: শাল গাছ হল বহুবর্ষজীবী, দ্বিবীজপত্রী, বৃক্ষ জাতীয়, পর্ণমােচী উদ্ভিদ।
2. যে যে রাজ্যে শাল গাছ জন্মায়: ভারতে অসম, বিহার এবং পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে শাল গাছ জন্মায়।
3. পরিণত হতে প্রয়ােজনীয় সময়: শাল গাছ পরিণত হতে 15 থেকে 20 বছর সময় লাগে।